চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের টেকনোভিশন স্কুলের এক শিশু শিক্ষার্থী (৬) কে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে নুর মোহাম্মদ রুবেল (২৬) নামে স্থানীয় এক মসজিদের ইমাম কে গ্রেফতার করেছে। রুবেল পশ্চিম পরকোট গ্রামের চাঁন মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে রুবেল টেকনোভিশন স্কুলের এক শিক্ষকের মেয়েকে সকালে আরবি পড়াতে আসে। সেখান থেকে যাওয়ার সময় রুবেল ঐ শিশুটিকে টেকনোভিশন স্কুলের একটি কক্ষে জোর পূর্বক নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে রুবেল পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির মা চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে রাতেই রুবেল কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/৪/ক ধারায় চাটখিল থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, রুবেল কে গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
латентный
Новый сезон
695
мультик про олененка айхо