চাটখিলের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীর বুধবার (২২ জুন) বিয়ের দিন ধার্য্য ছিল। বিয়ের সংবাদে তার সহপাঠী ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্য বিয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা বুধবার দুপুরে ঐ ছাত্রীর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি বাল্য বিয়ে বন্ধ করে বরের পিতার ৮হাজার টাকা ও কনের পিতার ২হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, বদলকোট চাঁনগাজী ব্যাপারী বাড়ির কবির হোসেনের মেয়ের সাথে একই এলাকার স্বপনের ছেলের ঐ বিয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে বাল্য বিয়ের বিরুদ্বে শিক্ষার্থীদের বিক্ষোভে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়েটি বন্ধ হয়।
Сезон
смотреть кобра кай