চাটখিলে সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথভাবে পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায়, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার এহছানুল হক চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।