চাটখিলে লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটালের যৌথ আয়োজনে এবং হালিমা দিঘীরপাড় সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর জোন চেয়ারপার্সন লায়ন মাইন উদ্দীন জিলাল ও আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের সাবেক ভাইস এরিয়া লিডার ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদের যৌথ সহযোগিতায় চক্ষু ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীর মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা ও চোখের ডপস্ সহ ঔষধ বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ১১০জন রোগী বাঁচাই করা হয়। এছাড়া ৩ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪ বুথে পরিচালিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন লায়ন্স গর্ভনর ৩১৫-বি৩ ঢাকা শুভ নাজ জিনিয়া শুদা, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর জোন চেয়ারপার্সন লায়ন মাইন উদ্দীন জিলাল, আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের সাবেক ভাইস এরিয়া লিডার ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জাহান খান বাবুল, হালিমা দিঘীরপাড় সমাজ কল্যাণ ক্লাবের উপদেষ্টা পুলিশের এএসপি (অব.) মাইন উদ্দিন লিটন, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, হালিমা দিঘীরপাড় সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক আবুল বাশার স্বপন প্রমুখ।