পূর্বশিখা রিপোর্টঃ
চাটখিল শিবরামপুর গৌরনিতাই মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে আজ শনিবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌর নিতাই মন্দিরের সভাপতি অমর কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল রায়, বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চাটখিল উপজেলা সভাপতি সমীর চক্রবর্তী। সভায় বক্তব্য রাখেন দুলাল ভৌমিক, কার্তিক দাস, কানু দাস, রাজিব পাল, সুমন বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
перманентно
посыпать голову пеплом