আজ- বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩১     

 আজ -বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫  | ৬ই ফাল্গুন, ১৪৩১ | ১৯শে শাবান, ১৪৪৬                                                   সকাল ৭:৩৩ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিলে যুবককে অপহরণ করতে গিয়ে ৩জন আটক, পুলিশে সোপর্দ

চাটখিলে যুবককে অপহরণ করতে গিয়ে ৩জন আটক, পুলিশে সোপর্দ

পূর্বশিখা রির্পোট:

চাটখিল উপজেলার খিলপাড়া বাজার হয়ে দত্তপাড়া থেকে মিরাজ নামের এক যুবককে সিএনজি গাড়িতে করে গতকাল রোববার রাতে অপহরণ করে নেওয়ার চেষ্টাকারী ৩জনকে খিলপাড়া বাজারের ব্যবসায়ী ও সাধারন জনগন আটক করেন। আটককৃতদেরকে পরে স্থানীয়রা থানা পুলিশে সোপর্দ করেন। এরা হচ্ছে চাটখিল পৌরসভার সুন্দরপুরের হারুন উর রশিদের ছেলে মো. হাছান (৩৪), একই এলাকার সোলেমানের ছেলে মো. বাবর (৩৪) এবং নোয়াখলা গ্রামের মান্নান মোল্লার ছেলে সাইফুল ইসলাম শুভ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি গাড়িটি দত্তপাড়া থেকে খিলপাড়া বাজার পর্যন্ত আসলে অপহরণের শিকার মিরাজ গাড়ির ভিতর থেকে চিৎকার করলে স্থানীয়রা সিএনজি গাড়িটি আটক করে। পরে সিএনজি গাড়িতে থাকা ঐ তিন যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। অপহরণকারীরা মিরাজকে মারধর করার কারণে সে বর্তমানে খিলপাড়ায় আবদুল ওয়াব-তৈয়বা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাটখিল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে প্রেরন করেন।

রিলেটেড আর্টিকেল

343 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস