নোয়াখালীর চাটখিলে যানজট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালতি হয়। অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা। এসময় চাটখিল বাজারে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নির্দেশে পুলিশ সদস্য ও আনচার বাহিনীর সদস্যরা ফুটপাত দলখমুক্ত করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানে চাটখিল বাজারের নাজমু কসমেটিকস এর ভবন মালিক শফিক উল্যাহ ফুটপাত দখল করে দোতলার সিড়িঁ দেওয়ার দায়ে সিড়িঁ উচ্ছেদ ও ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা গতকাল সোমবার উপজেলার বদলকোট গ্রামে একটি বাল্য বিবাহ বন্ধ ও বাল্য বিবাহ দমন আইনে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন এবং আজ মঙ্গলবার সকালে চাটখিল পৌর শহরের ভীমপুরে একটি বাল্য বিবাহ মুচলেকা আদায় করে বন্ধ করেন।
reliable canadian online pharmacy ed pills online canada
520
356
карточный домик сериал смотреть онлайн в хорошем качестве бесплатно