চাটখিলের মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের জালিয়াতির মাধ্যমে নব গঠিত ম্যানেজিং কমিটি বাতিল এবং জালিয়াতির সাথে সরাসরি জড়িত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া ও নব গঠিত কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে অভিভাবক প্রতিনিধি ও অভিভাকগণ । আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এরই মধ্যে নব গঠিত কমিটির দাতা সদস্য, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি সহ ০৮ জন সদস্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্র জমা দিয়ে তারা দাবি করেন তারা কেউ নবগঠিত কমিটিতে স্বাক্ষর করে নাই। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজে জাল স্বাক্ষর করেছেন। তাই সকল সদস্যরা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিভাবকদের পক্ষে মোঃ বোরহান উদ্দিন রাব্বানী পাঠ করেন। এসময় তারা, জালিয়াতির মাধ্যমে নবগঠিত ম্যানেজিং কমিটি বাতিল করে এর সাথে জড়িত শিক্ষা কর্মকর্তা ও আনোয়ার হোসেনের ফৌজদারী অপরাধে বিচার দাবি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত বক্তব্যে জানান, জালিয়াতির মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করায় কুমিল্লা শিক্ষা বোর্ডে তিনি অভিযোগ করার কারনে নব গঠিত কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রধান শিক্ষককে মুঠোফোনে ভয়ভীতি ও বড় ধরনের ক্ষতির হুমকি-ধামকি দিচ্ছেন। প্রধান শিক্ষক এই ব্যাপারে চাটখিল থানায় গত বুধবার বিকেলে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে চাটখিল থানার ওসি মো. আবুল খায়েরর সাথে যোগাযোগ করলে তিনি জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ব্যাপারে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের মুঠোফোনে বার-বার কল দিলেও তিনি কল রিসিভ করেন নাই।
малако
пить
2221