নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল বাজারের মাছ ব্যাবসায়ী মোঃ মামুন বাঁশি (৩৫) কে মাছ ব্যবসার আড়ালে গাঁজা ব্যবসার অভিযোগে শনিবার (৩০ এপ্রিল) আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে ২০গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত মামুন চাটখিল মন গাজী ব্যাপারী বাড়ির মৃত মফিজ উল্যার ছেলে।
পরে আটককৃত মামুন কে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এএসএম মোসা’র ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ অধিনে ০১ বছরের কারাদন্ড প্রদান করে। চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত আসামী মামুন কে শনিবার দুপুরে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে।
669