চাটখিল পৌর বাজারে রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ৫ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধানমতে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। অভিযান পরিচালনায় তাকে সহযোগিতা করে চাটখিল থানা পুলিশের একটি টিম।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং এর অংশ হিসেবে চাটখিল পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারে এই অভিযান পরিচালনা করা হবে। ভোক্তা অধিকার রক্ষায় চাটখিল উপজেলা প্রশাসন সর্বদায় দৃষ্টি রাখবে বলেও তিনি জানান।