চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া রোববার দুপুরে ২টি বেসরকারি হাসপাতাল, ১টি ডায়াগনিস্টিক সেন্ট্রার ও ১টি ডেন্টাল ক্লিনিকে অভিযান চালান। এসময় বিভিন্ন অপরাধের দায়ে ৪ প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতালের এক্স-রে রুম সিলগালা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রক্ত পরীক্ষার মেয়াদোর্ত্তীণ রিএজেন্ট এবং হাসপাতালের লাইসেন্সের মেয়াদ সহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় আল-বারাকা হাসপাতালের ২০ হাজার, মনির ডেন্টালের ক্লিনিকের অনুমোদন না থাকায় এবং ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার দায়ে ২০ হাজার, সিডিসি ডায়াগনিস্টিক সেন্টার পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে ৫হাজার এবং এহছানিয়া হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকায় ও এক্স-রে টেকনেশিয়ান ছাড়া এক্স-রে করানোর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক্স-রে রুম সিলগালা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শহিদুল ইসলাম নয়ন, সেনেটারী ইন্সেপেক্টর নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ সহ থানা পুলিশের একটি টিম।