আজ- সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১     

 আজ -সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৬                                                   সকাল ৬:৩০ - মিনিট |

 

HomeUncategorizedচাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্য বিয়ে বন্ধ -বরসহ দুইজনের কারাদণ্ড

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্য বিয়ে বন্ধ -বরসহ দুইজনের কারাদণ্ড

পূর্বশিখা রিপোর্ট:
নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সোমবার দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন ও বাল্য বিয়ের আয়োজনের দায়ে মেয়ের বাবা মিজানুর রহমানকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং হবু বর শাহাদাত হোসেনকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের আদেশের পর থানা পুলিশ দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে যায়, মল্লিকা দীঘির পাড় মাদ্রাসার নবম শ্রেণির পড়ুয়া এক ছাত্রী (১৪) পারিবারিকভাবে একই গ্রামের শাহাদাত হোসেনের সাথে সোমবার বিয়ে দিন ধার্য ছিলো। বিষয়টি গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধের জন্য কনের পরিবারকে নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ অমান্য করে কনের পরিবার নির্ধারিত দিন সোমবার সকাল থেকে বিয়ের সকল আয়োজন করেছে জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ ও কনের পিতার এবং হবু বরের দন্ডাদেশ প্রদান করেন।

রিলেটেড আর্টিকেল

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস