প্রতি বছরের ন্যায় চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক বৃত্তি পরীক্ষা শনিবার (১৮ নভেম্বর) সকালে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪০টি কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৯৬৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকালে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপজেলা সভাপতি ডাঃ এম.এ নোমান, সাবেক সভাপতি প্রভাষক জসিম মাহমুদ, সাধারন সম্পাদক আবুল বারাকাত, পৌর সভাপতি মুহাম্মদ রহমত উল্যা, চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামাল উদ্দীন, ৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সাংবাদিক রুবেল হোসেন, আলমগীর হোসেন হিরু প্রমুখ।