নোয়াখালীর চাটখিল থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ০৫ টি জিআর পরোয়ানা তামিল ও পুলিশ আইনের ৩৪ ধারায় ১০ জন সহ ১৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, পুলিশের অভিযানে জিআর-১২০৭/২০ এর ওয়ারেন্টভুক্ত আসামী এবং চাটখিল থানার নন. এফআইআর ২৭ ও ৫৫/২২ এবং ৫৪/২২ এর ১৪জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাঈন উদ্দিন রাসেল, মো: রাকিব ইসলাম (প্রকাশ: রবি), নুরুল ইসলাম, শাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল চৌকিদার বাড়ির শাহীন বেগম ও তার স্বামী আবুল বাসার এবং নোয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, মো: ফিরোজ হোসেন, আব্দুর রহমান, আহাম্মদ কবির রনি, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, হারাধন, মোঃ জাহিদ ও মোঃ নজরুল ইসলাম।
থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।
мразь
Сериалы