স্টাফ রিপোর্টার:
লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি, কর্ণফুলী লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটালের উদ্যোগে চাটখিলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে ঢাকা লায়ন্স হসপিটাল ও চট্টগ্রাম লায়ন্স হসপিটালের চিকিৎসকবৃন্দ তিন শতাধিক নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাঁচাই করেন। এছাড়া প্রায় এক হাজার রোগীকে চশমা ও ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গর্ভনর লায়ন ফারহানা নাজ সুধা। বিশেষ অতিথি ছিলেন এরিয়া ভাইস লিডার পিডিজি ওয়াহিদুর রহমান আজাদ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু বক্কর সিদ্দিকি, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম প্রমুখ।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন লায়ন মাইন উদ্দিন জিল্লাল।