লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির যৌথ আয়োজনে “বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা” প্রকল্পের আওতায় চাটখিলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ক্যাম্প পৌর শহরের ছয়ানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (০৪ জুন) সকালে শুরু হয়ে বিকেলে সম্পন্ন হয়। এই ক্যাম্পে ৮জন চিকিৎসক চাটখিলের গরিব অসহায় প্রায় ১হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং রোগীদের মধ্যে প্রয়োজনীয় চশমা বিতরন করা। এছাড়া ৫৬ জন অসহায় চক্ষু রোগীর অপারেশনের জন্য বাচাই করা হয়। এইসব রোগীকে চট্রগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের তত্তাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
চক্ষু চিকিৎসার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন মাঈন উদ্দীন জিলাল, লায়ন আব্দুল হান্নান ভূঁইয়া, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, জেলা আওয়ামীলীগ সদস্য আহসান হাবীব সমীর, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, ছয়ানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহরুন নাহার, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শামীমা আক্তার মেরী প্রমুখ।
увидеть
краля
расскажи мне сказку сериал смотреть онлайн
শুধুমাত্র একটি ক্লিক সত্যিই দ্রুত আপনার টাকা বড় হয়ে যাবে. https://zes.blueliners07.de/zes
করা $ 1000 থেকে $ 1 কয়েক মিনিটের মধ্যে. আর্থিক রোবট চালু করুন https://zes.bode-roesch.de/zes
khubi valo kaj….