নোয়াখালী জেলার চাটখিলের পূর্ব পরকোট গ্রামের আগুনী বাড়িতে আজ বৃহস্পতিবার বিকেলে হায়াতের নেছা (৮০) নামে এক বৃন্ধ মহিলা এবং একই বাড়ির হাছানের ছেলে জিহাদুল ইসলাম (৭) নামে এক শিশু বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছেন। হায়াতের নেছা মৃত. জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউ.পি ওয়ার্ড মেম্বার ইকবাল হোসেন জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে কাজ করে বিদ্যুতের লাইন বন্ধ না করে চলে যায়। এতে করে মাঠে ছেঁড়া তারে জড়িয়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।
এই ব্যাপারে চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মহি উদ্দিন জানান, বিষয়টি তিনি অবগত নেই তবে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, তিনি ঘটনা অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন।
сучка
учить
2394