চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের এম.এ বারী ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে নবনির্মিত ৫তলা বিশিষ্ট এই ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও টিফিন বক্স বিতরণ করা হয়। এউপলক্ষ্যে বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু প্রমুখ।
সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়। এবং বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি এইচ.এম ইব্রাহিম এমপি।