চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়ন বিএনপি’র এক মতবিনিময় সভা বুধবার (২৩ নভেম্বর) বিকেলে দশঘরিয়া বাজারে গ্রামীন ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা মো. ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু হানিফ। সভায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাহাজাহান রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি এডভোকেট আবু হানিফ বলেন, যতদ্রুত সম্ভব সকল ওয়ার্ডে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। তিনি আরো বলেন, আগামী দিনে কেন্দ্রীয় বিএনপি’র আহ্বানে সকল আন্দোলন-সংগ্রামের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সভা পরিচালনা করেন পরকোট ইউনিয়ন বিএনপি নেতা মাহবুব রাব্বানী।