জসিম মাহমুদ:
চাটখিল উপজেলার বাইসিন্দুরপুর গ্রামের হাজী ছালামত উল্যা বাড়ির আবদুল আউয়ালের বসত ঘর ও পাশের রান্না ঘর আজ মঙ্গলবার দুপুরে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুন লাগার সংবাদ পেয়ে চাটখিল ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়স্ত্রণে আসে।
আগুনে পুড়ে নিঃস্ব হওয়া আবদুল আউয়াল জানান, তার বসত ঘরের স্বর্ণালংকার, নগদ টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে এতে তিনি সম্পূর্ন নিঃস্ব হয়ে গেছেন। এই দূর্ঘটনায় তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয়রা ও ভুক্তভোগী আবদুল আওয়াল বসত ঘরে আগুন লাগার সূত্র দিতে পারেনি। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ৩নং পরকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার আলম মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং বসত ঘর নির্মানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
2170