চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রী নগরে ষাটোর্ধ্ব জেঠার বিরুদ্ধে শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগের প্রতিবাদে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চাটখিল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বয়োবৃদ্ধ সিরাজুল ইসলামের (কাজল) মেয়ে রহিমা খাতুন জানায়, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সিরাজুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী তাহমিনা আক্তার সিরাজুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে বলে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় তাহমিনার ১০ বছর বয়সী মেয়ে সুমাইয়া চিপস খেতে ১০টাকা চায় সিরাজুল ইসলামের কাছে। তখন সিরাজুল ইসলাম সন্ধ্যা হয়ে যাওয়াতে ভাতিজি সুমাইয়াকে টাকা না দিয়ে বললো এখন ঘরে চলে যাও, সকালে চিপস কিনে দিবো। এতে সুমাইয়া ঘরে না গিয়ে দোকানে যেতে চাওয়ায় সিরাজুল ইসলাম সুমাইয়ার পিটে থাপ্পড় দিয়ে বলে ঘরে যাও।
এই ঘটনাকে ইস্যু করে তাহমিনা যৌন হয়রানির মিথ্যা নাটক সাজিয়ে চাটখিল থানায় শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগ দায়ের করেন।