নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব ১৭) টর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ মে) সকালে উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম।
আয়োজিত টুর্নামেন্টে ১নং শাহাপুর ইউনিয়নের শিক্ষার্থী বনাম ৩নং পরকোট ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে ১নং শাহাপুর ইউনিয়নের শিক্ষার্থীরা বিজয়ী হয়।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মো. আলী হোসেন, সাংবাদিক জসিম মাহমুদ, মোঃ গোলাম সারোয়ার জুয়েল সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এই দিকে এইচ.এম ইব্রাহীম এমপি টেকনেভিশন কেজি স্কুলের ফলাফল ঘোষনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার দিকে মনোযোগী হতে আহŸান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা উপস্থিত ছিলেন।
This Site https://web-kaspawallet.com
сиповка
2181
древние смотреть онлайн бесплатно в хорошем качестве