চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের প্রবাসী সামছুল হকের স্ত্রীকে ধর্ষন ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ঐ প্রবাসীর স্ত্রী বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে চাটখিল থানায় ঐ বাড়ির মজিবুল হক সহ ৭/৮জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নোয়াপাড়া গ্রামের কাজিম উদ্দিন ব্যাপারী বাড়ির প্রবাসী সামছুল হকের অনুপস্থিতিতে তার স্ত্রীর রহিমা খাতুনের উপর বিভিন্নভাবে প্রবাসীর ভাই মজিবুল হক ও হুমায়ন কবির সম্পত্তি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন অজুহাতে অত্যাচার নির্যাতন করে আসছে। পূর্ব বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে প্রবাসীর স্ত্রীর বসত ঘরের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে গালমন্দ করতে থাকে। এতে প্রবাসীর স্ত্রী প্রতিবাদ করিলে প্রতিপক্ষরা ও তাদের সহযোগি অজ্ঞাতনামারা প্রবাসীর স্ত্রীকে মারধরের চেষ্টা করে। পরে তার শৌরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে মজিবুল হক প্রকাশ্যে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন ও প্রাননাশের হুমকি দেয়। ফলে প্রবাসীর স্ত্রী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেন।
এই ব্যাপারে চাটখিল থানার ওসি মো. আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।