চাটখিলের মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদুল হাসান কে প্রাননাশের হুমকি দেওয়ার পর তিনি থানা অভিযোগ করার পাঁচ দিনেও পুলিশ এখনো ব্যবস্থা না নেওয়ায় প্রধান শিক্ষক ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঐ বিদ্যালয়ের জালিয়াতির মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদ করায় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন তাকে প্রাননাশের হুমকি দেয় বলে প্রধান শিক্ষক চাটখিল থানায় অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, গত ২৩ জানুয়ারী আনোয়ার হোসেন ও উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া জালিয়াতির মাধ্যমে কমিটি গঠন করে প্রধান শিক্ষক থেকে জোর করে স্বাক্ষর আদায় করেন। এই ব্যাপারে প্রধান শিক্ষক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করার পর আনোয়ার হোসেন তাকে মুঠো ফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন। গত ২৬ জানুয়ারী এই ব্যাপারে প্রধান শিক্ষক রাসেদুল হাসান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এখনো কোন ব্যবস্থা নেয়নি। তবে থানার ওসি আবুল খায়ের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন ঘটনার তদন্ত চলছে।
এদিকে গত ২৭ জানুয়ারী সকালে ঐ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের অভিভাবকরা এক সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন ও শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের বিচার দাবি করে গঠিত কমিটি বাতিল এবং নির্বাচনে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানান।
312
одновременно
загрузка сериал смотреть