প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক এক কর্মশালা বৃহস্পতিবার(৯ জুন) দিনব্যাপী চাটখিল উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার।
কর্মশালায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার ৫০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। কর্মশালায় নারীর ক্ষমতায়ন, আশ্রায়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ এই ১০টি বিশেষ উদ্ভোবনী উদ্যোগের বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৫০জনের ৫টি দলে বিভক্ত করে প্রত্যেক দলকে ২টি করে বিষয়ের উপরে তাদের লিখিত পরামর্শ গ্রহন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি এই ১০টি বিষয় সম্পর্কে যার যার অবস্থান থেকে জনগনকে অবহিত করার পরামর্শ দেন।
596
дом 2 свежие серии смотреть бесплатно в хорошем качестве без рекламы
site