প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে চাটখিল উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে ৬শতক জমি ক্রয় করলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম। গতকাল বুধবার (২৫ মে) বিকেলে চাটখিল সাব-রেজিস্টার অফিসে সাফ-কবলা দলিলে এই জমি ক্রয় পূর্বক রেজিস্টেশন সম্পন্ন হয়। এই বিষয়ে এইচ.এম ইব্রাহীম এমপি জানান, চাটখিলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নিজস্ব কোন অফিস না থাকায় তিনি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি’র নামে ৬শতক জমি ক্রয় করেছেন। এই জমিতে চাটখিল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অফিস ভবন নির্মাণ করা হবে।
চাটখিলে প্রধানমন্ত্রীর নামে ৬শতক জমি ক্রয় করলেন সাংসদ এইচ.এম ইব্রাহীম
রিলেটেড আর্টিকেল
LEAVE A REPLY
রিসেন্ট কমেন্টস
গণতন্ত্র মঞ্ on
Are there online meds for hair loss that are proven to be effective and safe digiver.
меркантильность
2107