নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার; স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার স্লোগানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাটখিলে এক এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা মাঠ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।