নোয়াখালীর চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দিতাকারী পরাজিত প্রার্থী নুর আলম স্বপন (ফুটবল) এর নেতৃত্বে বিজয়ী সিরাজুল ইসলাম (মোরগ) সমর্থিত লোকজনের উপর হামলা করে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বপনের নেতৃত্বে ৫০/৬০জন সন্ত্রাসী ঐ ওয়ার্ডের ওমরপুর হাসপাতালের সামনে এই হামলা করে। এতে সিরাজুল ইসলামের সমর্থক লিটন (৩৫), মাসুদ (২৫), মেজবাহ (২২), রবিন (২০), লাকি (২৫) নামজা মনি (২৩) সহ ১০জন আহত হন।
এসময় হামলাকারীরা কিরনের দোকান, জাফর, জাহেল, জাকির সহ ৫/৬জনের ঘর ভাংচুর ও লুটপাট করে। এবং স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদ ভাঙচুর করে। বিজয়ী মেম্বার সিরাজুল ইসলাম জানান, তার প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই ব্যাপারে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান। খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ইকবাল জানান, তিনি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।
300
try
Все серии сезоны
сериал смотреть онлайн