চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাটখিল থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শুক্কর রহমান (৫০) ঐ গ্রামের বসন্ত আমিন বাড়ির মৃত. মজিবুল হক মুন্সীর ছেলে।
থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত রোববার (০৬ নভেম্বর) গৃহবধূ অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করে। পরে গতকাল শনিবার রাতে শুক্কর রহমান কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং রোববার (১৩ নভেম্বর) দুপুরে তাকে নোয়াখালী আদালতে প্রেরন করা হয়েছে।