আজ- শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩১     

 আজ -শনিবার, ২৭শে জুলাই, ২০২৪  | ১২ই শ্রাবণ, ১৪৩১ | ২০শে মহর্‌রম, ১৪৪৬                                                   দুপুর ২:২৮ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিলে জেএসডি’র সুবর্ণ জয়ন্তী পালিত

চাটখিলে জেএসডি’র সুবর্ণ জয়ন্তী পালিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং জেএসডি’র কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া ও বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুুরী’র স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাটখিল অডিটোরিয়ামে সোমবার (২১ অক্টোবর) বিকেলে জেএসডি চাটখিল উপজেলা সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জেএসডি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যা। বিশেষ অতিথি ছিলেন জেলা জেএসডি সদস্য সচিব আমির হোসেন বিএসসি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জেএসডি যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, চাটখিল উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক, উপজেলা জেএসডি সেক্রেটারী মো. শহিদ উল্যা, পৌর সভাপতি প্রফেসার দীন মোহাম্মদ, জাসদ নেতা মাইন উদ্দিন শেখ মিজান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরীর ছোট ছেলে আবু রায়হান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, স্বাধীনতার ৫০বছরে কখনো এক দলীয় সরকার, কখনো বহুদলীয় গনতন্ত্রে নামে দলীয় শাসন, কখনো সামরিক শাসন, আবার কখনো এক ব্যক্তির শাসনের মাধ্যমে প্রমাণিত হয়েছে স্বাধীন দেশের উপযোগী সরকার বা আইন কাঠামো, বিচার ব্যবস্থা, প্রশাসন গড়ে উঠেনি। তাই জাতি স্বাধীনতার সুফল পাচেছ না। তাই দলীয় সরকারের পরিবর্তে জাতীয় সরকারের মাধ্যমে দীর্ঘদিনের বিরাজিত এই সমস্যা সমাধানের কোন বিকল্প নাই। এব্যাপারে বক্তরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভা পরিচালনা করেন চাটখিল উপজেলা জেএসডি’র যুগ্ম-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সাংবাদিক গুলজার হোসেন সৈকত। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া ও বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরী সহ যে সকল বীর মুক্তিযোদ্ধারা মারা গেছেন তাদের আত্মার শান্তি ও জীবিত বীর মুক্তিযোদ্ধারে সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মফিজুর রহমান।

রিলেটেড আর্টিকেল

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস