চাটখিল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে জয়াড়ি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১১জনকে আটক করেছে। এদের মধ্যে শুক্রবার দুপুরে চাটখিল দক্ষিণ বাজার খোকন ভিডিও গলিতে ষ্টার মাল্টি-পারপাস অফিস থেকে থ্যাইল্যান্ডী জুয়া খেলার অভিযোগে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন কে পুলিশ আটক করে। কামাল হোসেন সুন্দরপুর গ্রামের কারিগর বাড়ির এহছাক কারিগরের ছেলে।
এই ব্যাপারে চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন। পরে থানার এসআই টিপু সুলতানের সাথে যোগাযোগ করলে তিনি জুয়াড়ি আটকের কথা স্বীকার করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
international pharmacies that ship to the usa top erectile dysfunction pills
66
site