“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে চাটখিলে জাতীয় যুব দিবস উপলক্ষে মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে এক র্যালী চাটখিল পৌর শহরে প্রদিক্ষণ করে। পরে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।
পরে বিকেলে উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে ২নং রামনারায়নপুর ইউনিয়নে ৭দিন ব্যাপী গ্রামীণ যুব নারীদের আয়বর্ধণ মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করণের লক্ষ্যে “ব্লক ও বাটিক” প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।