৫ম জাতীয় বীমা দিবস উপলক্ষে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (০১ মার্চ) সকালে উপজেলা চত্তরে “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”- স্লোগানে এক র্যালী শেষে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের চাটখিল শাখা ইনচার্জ ওহিদ উল্যাহ স্বপন, সোনালী লাইফ ইন্সুরেন্সের সাইফুল ইসলাম রাজু, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ইসমাইল হোসেন আদনান, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের মজিবুর রহমান প্রমুখ। বক্তরা জাতীয় বীমা দিবসকে খ শ্রেণী ভুক্ত দিবস থেকে ‘ক’ শ্রেনীতে অন্তভূক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় বিভিন্ন বীমা কোম্পানীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।