চাটখিল উপজেলার বদলকোট এলাকায় রাতে আধাঁরে কৃষি জমির মাটি কেটে জমি ও সরকারি সড়ক নষ্ট করার দায়ে দুই মাটি ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি কাটার দায়ে মাটি ব্যবসায়ী মো. স্বপন (৩২) এবং ওমর ফারুকের (৪৭) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধানমতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় তিনি আরো বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি ও সরকারি সড়ক নষ্ট করার কোন সুযোগ দেওয়া হবে না। কৃষি নির্ভর বাংলাদেশের প্রাণ কৃষি জমি। আর সেই কৃষি জমি রক্ষায় চাটখিল উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।