পূর্বশিখা রির্পোট:
চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মো.মহি উদ্দিনের (৫৫) উপর
হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাইন উদ্দিন শাহীন (৪৮) চাটখিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী ও পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর এলাকার তপদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। রোববার (৩১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত শাহীন কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার রাতে চাটখিল বাজারের সিএন্ডবি রাস্তা সংলগ্ন সততা অটো দোকানের সামনে শাহীন অধ্যক্ষ মহি উদ্দিনের উপর হামলা করে।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগী অধ্যক্ষ বাদী হয়ে চাটখিল থানায় অভিযুক্ত মাইন উদ্দিন শাহীনের (৪৮) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার রাতেই আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির।
canada pharmaceutical online ordering top erectile dysfunction pills
456
мавр сделал своё дело
смотреть доктор кто
site