আলমগীর হোসেন হিরু :
নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের মার্চ মাসের অবশিষ্ট তিন দিবস পালনের লক্ষ্যে গতকাল সোমবার সকালে এক প্রস্ততি সভার আয়োজন করেছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এই প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৭মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সমূহ সফলভাবে পরিপালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্ততিমূলক কর্মসূচি নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।