চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২১জুন) রাতে ৫০পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে ভীমপুর বেদে পল্লী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ঐ মাদক ব্যবসায়ী পৌরসভার ভীমপুর বেদে পল্লীর মৃত. মজিবুর রহমানের ছেলে আরিফুর রহমান (৩০)।
চাটখিল থানা ওসি গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে এবং বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
конструктивный
Смотреть онлайн сериалы
Все сезон и серии