চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল থেকে এক মাদক ব্যবসায়ী কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উত্তর সাধুরখিল রঞ্জন আলী চৌধুরী বাড়ির আব্দুল হাশেমের ছেলে দেলোয়ার হোসেন মুরাদ (৩০)।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, এই ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত মুরাদ কে বুধবার (১৭ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।