পূর্বশিখা রিপোর্ট:
চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে পৌরসভার সুন্দরপুর গ্রামের সমর উদ্দিন তপাদার বাড়ি দক্ষিণ পাশের পুকুর পাড় থেকে এক মাদক কারবারিকে ১০০ পিচ ইয়াবা সহ আটক করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি নোয়াখালী সদরের কৃষ্ণরামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে মো: রাসেল (১৭)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, মাদক কারবারি রাসেল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে।