নোয়াখালীর চাটখিলে আগামী ০৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযানের সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের দশ হাজার, মেম্বার প্রার্থী আবুল আনছারের দশ হাজার, মো. বেলায়েত হোসেনের পাঁচ হাজার ও ইব্রাহিম খলিলের দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহাম্মদপুর ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো মহিন উদ্দিন কালু নামের একজনের দশ হাজার, মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলমের পাঁচ হাজার, খিলপাড়া ইউনিয়নের মেম্বার প্রার্থী মামুন রশিদের পাঁচ হাজার টাকা, পরকোট ইউনিয়নের হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছালেহ আহমদের পাঁচ হাজার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. তাওহিদুল ইসলামের আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব প্রার্থীদের সতর্ক করা হয়েছে।
293
site