নোয়াখালীর চাটখিলের ৪নং বদলকোট ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো: সোলায়মান এর নেতৃত্বে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর নবী চৌধুরীর ঘোড়া মার্কার নির্বাচনী প্রচরণায় সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঐ হামলায় নুর নবী চৌধুরীর ৭/৮জন সমর্থক গুরত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। হামলায় আহতদের চিকিৎসা শেষে স্বতন্ত্র প্রার্থী নুর নবী চৌধূরী ২০/২৫ জনের বিরুদ্ধে গতকাল রোববার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শনিবার সন্ধ্যার পর নুর নবী চৌধুরীর ঘোড়া মার্কায় ভোট চাইতে তার সমর্থকরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গনসংযোগ করেন। এসময় বদলকোট ইউনিয়েনর রুদ্ররামপুরে নুর নবী চৌধুরীর বাড়ির সামনে রাস্তার উপর পৌছালে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: সোলায়মান এর নেতৃত্বে বহিরাগত চাটখিল পৌর সভার ফতেপুরের লায়ন স্বপন, নুর হোসেন, আহাদুল ইসলাম রবিন সহ ২০/২৫জনের সংঘদ্ধ একটি চক্র হামলা চালায় নুর নবীর সমর্থকদের উপর। হামলায় আহত নুর নবী চৌধুরীর মামা ফিরোজ আলম সহ আহদের উদ্ধার করে চাটখিল হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এই ব্যাপারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. সোলায়মানের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
2323