পূর্বশিখা রিপোর্ট :
চাটখিল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সহকারী কমিশনার( ভূমি) উজ্জ্বল রায়, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন, পল্লী বিদ্যুৎ ডিজি এম মহি উদ্দিন মোশাহেদুল্ল্যা, সাংবাদিক আবু তৈয়ব, ইউপি চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, বাহার আলম মুন্সী, মেহেদী হাসান বাহালুল, হারুনুর রশীদ বাহার প্রমূখ।
সভায় আসন্ন কোরবানি ঈদে পশু চুরি রোধে ব্যবসায়ীদের ক্ষতি থেকে বাঁচাতে রাতে পুলিশের টহল বৃদ্ধির বিষয় সহ আইন শৃঙ্খলার উন্নতি করণের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও ইমরানুল হক ভূঁইয়া আইন শৃঙ্খলা উন্নতি সহ যে কোনো বিষয়ে প্রশাসনের সহযোগিতা করতেও জনসচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থা থেকে আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের ভূমিকা রাখতে অনুরোধ করেন।