আজ- রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩১     

 আজ -রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫  | ২৬শে মাঘ, ১৪৩১ | ৯ই শাবান, ১৪৪৬                                                   রাত ১২:৪০ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিলে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের মানববন্ধন

চাটখিলে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের মানববন্ধন

চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিনের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজ ব্যানারে এক মানববন্ধন সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, জয়াগ কলেজের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ, ভীমপুর কারিগরি কলেজের সহকারী অধ্যাপক আবু তৈয়ব, জমিয়াতুল মোদাররেছীন চাটখিল শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনসারী প্রমুখ।  

মানববন্ধনে বক্তরা বলেন, শনিবার রাতে চাটখিল বাজারে অধ্যক্ষ মহি উদ্দিন সোমপাড়া কলেজের জন্য ইলেকট্রিক মালামাল ক্রয়কালীন সময় চাটখিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিনের স্বামী মাইন উদ্দিন শাহীন অতর্কিত হামলা করে। এতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বক্তারা অধ্যক্ষ মহি উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য ঐ দিন রাতেই অধ্যক্ষ মহি উদ্দিনের অভিযোগের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ হামলাকারী মাইন উদ্দিন শাহীন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।

 

 

রিলেটেড আর্টিকেল

364 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস