পূর্বশিখা রির্পোট:
চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিনের উপর হামলার প্রতিবাদে তার নিজ এলাকা পাঁচগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ বুধবার বিকেলে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভিপি সালাউদ্দিন আউয়াল, ৬নং ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আহসান হাবীব বাবু, সাধারন সম্পাদক আলাউদ্দিন রায়েল, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, শেফায়েত উল্লাহ, মো. হারুন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশিক, সাংবাদিক মামুন হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা শনিবার রাতে চাটখিল বাজারে অধ্যক্ষ মহি উদ্দিন এর উপর হামলাকারী চাটখিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিনের স্বামী যুবলীগ নেতা মাইন উদ্দিন শাহীনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। গ্রেফতারকৃত শাহীন জেল হাজতে রয়েছে।
218
хороший доктор смотреть онлайн бесплатно