চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে আগামী ০৫ জানুয়ারী (বুধবার) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে গতকাল রোববার মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
চূড়ান্ত মনোনয়নে নৌকা প্রতীক পেয়েছেন ১নং শাহাপুর ইউনিয়ন গোলাম হায়দার কাজল (বর্তমান চেয়ারম্যান), ২নং রামনারায়নপুর ইউনিয়ন শাহ আলম চৌধুরী (বর্তমান চেয়ারম্যান), ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন মো: শহিদ উল্যা (বর্তমান চেয়ারম্যান), ৭নং হাটপুকুরিয়া ইউনিয়ন এসএম বাকী বিল্লাহ (বর্তমান চেয়ারম্যান) এই চার ইউনিয়নে ইভিএম’ এ ভোট গ্রহন করা হবে।
অন্যদিকে ব্যালেটে ভোট গ্রহন করা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ৩নং পরকোট ইউনিয়ন বাহার আলম (বর্তমান চেয়ারম্যান), ৪নং বদলকোট ইউনিয়ন পান্না আক্তার (নতুন), ৬নং পাঁচগাঁও ইউনিয়ন সৈয়দ মাহমুদ হোসেন (বর্তমান চেয়ারম্যান), ৮নং নোয়াখলা ইউনিয়ন মো: মানিক (নতুন) ও ৯নং খিলপাড়া ইউনিয়ন আলমগীর হোসেন (বর্তমান চেয়ারম্যান)।
222
сериал волчонок смотреть онлайн