নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গার্লস একাডেমির অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে একাডেমি’র সভা কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবীব সমীর, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মো. মানিক, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন।
অভিভাবকদের মধ্যে সভায় বক্তব্য রাখেন, শহিদ উল্যাহ ভান্ডারী, হুমায়ন কবির, জুলফিকার আলী পলাশ, সমাজ সেবক আলী আমজাদ প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম কুদ্দুছ শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের বিশেষভাবে তদারকি করার জন্য শিক্ষক ও অভিভাবকদের আহ্বান জানান। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুন্নবী।
2408