আজ- বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩১     

 আজ -বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫  | ৬ই ফাল্গুন, ১৪৩১ | ১৯শে শাবান, ১৪৪৬                                                   সকাল ৭:১০ - মিনিট |

 

Homeআন্তর্জাতিকচাটখিলের নুর খান (প্রিয়) বিশ্ব বিখ্যাত কোম্পানী অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ...

চাটখিলের নুর খান (প্রিয়) বিশ্ব বিখ্যাত কোম্পানী অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ লাভ

পূর্বশিখা রির্পোট:

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বারইপাড়া গ্রামের নুর খান (প্রিয়) বিশ্ব বিখ্যাত কোম্পানী অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ লাভ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশের সিলেট মেট্রোপলিটন সহকারি পুলিশ সুপার (এএসপি) মাইন উদ্দিন খান লিটনের ছেলে।

নুর খান (প্রিয়) কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে কানাডায় অবস্থিত অ্যামাজনের হেড অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ লাভ করেন। নুর খান (প্রিয়) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রিলেটেড আর্টিকেল

830 COMMENTS