নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএসএম মোসা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (৩১ জানুয়ারী) করোনার উপসর্গ থাকায় তিনি করোনা পরীক্ষা করান। পরে তার করোনা পজেটিভ রির্পোট আসে। বর্তমানে তিনি উপজেলায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
ইউএনও এএসএম মোসা চাটখিল বাসীর কাছে সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন। এসময় তিনি পূর্বশিখার মাধ্যমে চাটখিল বাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান করেন।
click here to read https://my-sollet.com
сестра
нюанс