চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশনের ১১তম ঘর পেলেন উপজেলার পরকোট ইউনিয়নের ওয়ালী ব্যাপারী বাড়ির দরিদ্র রিকশা চালক আবদুর রহিম। শুক্রবার দুপুরে আবদুর রহিমকে ঘরের চাবি হস্থান্তর করেন ফাউন্ডেশনের সভাপতি সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের সাধারন সম্পাদক সৈকত মল্লিক, মো: মাসুম, ফাহাদ হোসেন, ইব্রাহিম সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফরাদ মিজি জানান, ফাউন্ডেশনের সদস্যদের প্রবাসে উপার্জিত টাকা দিয়ে অসহায় হতদরিদ্রদের এযাবত ১১টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি পরিবারকে রিকশা কিনে দিয়ে কর্মের ব্যবস্থা করা হয়েছে। এসময় তিনি আরো বলেন, চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশন নামক সংগঠনটি আত্মমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।