গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ১৬। এর আগের দিন বিভাগে শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৪। একই সময়ে বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১৩, খুলনায় ১১, ঝিনাইদহে ৪, সাতক্ষীরায় ২ এবং যশোর, চুয়াডাঙ্গা, নড়াইল ও মেহেরপুরে ১ জন করে আছেন। তবে এদিন বাগেরহাটে ও মাগুরায় কেউ করোনায় আক্রান্ত হননি। এদিকে মাগুরায় গত ২৪ ঘণ্টায় কোনো পরীক্ষা হয়নি।
এদিকে বর্তমানে বিভাগের ১০ জেলা মিলিয়ে মোট করোনায় আক্রান্ত রোগী আছেন ২ হাজার ৩৯ জন। এর মধ্যে ১৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।
বিভাগে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৪৬ জন করোনায় মারা গেছেন। বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৭ এবং সাতক্ষীরায় সর্বনিম্ন ৮৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে খুলনা। এই জেলায় ২৭ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে মাগুরায় সর্বনিম্ন ৪ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৫ লাখ ২৮ হাজার ৫ জনের নমুনা পরীক্ষায় মোট ১ লাখ ১২ হাজার ৪০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ২২০ জন।
стать
Все сезон и серии
люцифер сериал смотреть онлайн бесплатно в хорошем качестве